শেষ পর্যন্ত ‘করোনাভাইরাসের (কভিড-১৯)’ কাছে হার মানলেন চাঁদপুরের হাজীগঞ্জের সেই রফিক ভাইও; যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া অন্তত ১০ জনের দাফন-কাফনে অংশ নিয়ে জেলায় প্রশংসা কুড়িয়েছিলেন। গতকাল রবিবার হাজীগঞ্জ পৌর এলাকার বিলবাড়িয়ায় নিজ বাড়িতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তাঁর মৃত্যু হয়েছে। একই দিন চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন দুজন। তাঁদের বাড়িও হাজীগঞ্জে।
আরো আট জেলায় গত শনিবার দিবাগত রাতে ও গতকাল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
চাঁদপুর : হাজীগঞ্জ বাজারে সাইমুম টেইলার্সের মালিক রফিকুল ইসলাম (৪৫)। নানা সামাজিক কাজ করতে গিয়ে তিনি ‘রফিক ভাই’ নামে পরিচিতি পান। এই করোনাকালে মৃতদের দাফন-কাফনের জন্য ১১ জনের স্বেচ্ছাসেবী দল গঠন করেন তিনি। গত শনিবার তিনি হাজীগঞ্জ বাজারে এক ছেলে নিয়ে গিয়ে অনেকের সঙ্গে দেখা করেন। তাঁদের কাছে নিজের শ্বাসকষ্টসহ অসুস্থতার কথা জানিয়ে দোয়া চান। গতকাল দুপুরে নিজ বাড়িতে মারা যান তিনি। সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে তাঁকে দাফন করা হয়।
স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত কান্নাজড়িত কণ্ঠে জান