মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার, নিহত ৯ মাসের শিশু মাহমুদ ওরফে মাহিমের মা মুক্তা খাতুনের মুক্তি এবং প্রকৃত দোষীদের শাস্তির দাবীতে গতকাল সোমবার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ছোট মহারাজপুর গ্রামে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
এদিন সকালে ছোট মহারাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে বিক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শনপূর্বক মানববন্ধন কর্মসূচী পালনের মাধ্যমে এসব দাবী জানান। এ সময় এলাকাবাসী অভিযোগ করেন, ‘গত ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে একই ইউনিয়নের জোতপাড়া গ্রামে শিশু মাহমুদ ওরফে মাহিমের বাবা আব্দুল্লাহ, দাদা মকদম, দাদী পরিছন পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করে বিষয়টি ভিন্নখাতে প্রবাহের উদ্দেশ্যে শিশুর মা মুক্তা খাতুনের ওপর দোষ চাপিয়ে থানায় মিথ্যা মামলা করে। এ ঘটনার পর মুক্তা তার শিশুপুত্র হত্যার বিচার চাইতে থানায় আসলে পুলিশ তাকে গ্রেফতার করে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়। এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহার, নিহতের নিদোর্ষ মা মুক্তার মুক্তি এবং মূলহোতা শিশুর বাবা আব্দুল্লাহ, দাদা মকদম, দাদী পরিছনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই’।