করোনাভাইরাসের কারণে চাকরি হারানোর ঝুঁকিতে মালয়েশিয়ার অর্ধেকের বেশি মানুষ। আর বেকারত্বের জীবন কেমন হবে তা নিয়ে ভেবেই দিন পার করছে বেশিরভাগ মানুষ। সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে মালয়েশিয়ার নাগরিকদের এখন একটাই চিন্তার বিষয় তা হলো চাকরির নিরাপত্তা এবং বেকারত্ব।
গ্লোবাল পলস্টার ইপসোসের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা যায়, মালয়েশিয়ার শতকরা ৫১ ভাগ মানুষ বেকারত্ব নিয়ে উদ্বিগ্ন। তিনমাসের হিসেবে দেখা যায় মার্চে শতকরা ৪২ ভাগ মানুষ, এপ্রিলে শতকরা ৪৩ ভাগ মানুষ এবং মে মাসে ৩৯ শতাংশ মানুষ বেকারত্ব নিয়ে চিন্তিত ছিলো। যেখানে করোনা নিয়ে এপ্রিলে মানুষ উদ্বিগ্ন ছিলেন শতকরা ৮৫ ভাগ যা মে মাসে কমে দাঁড়ায় ৭৪ ভাগ। স্বাস্থ্য নিয়ে মানুষের উদ্বেগ যা মার্চে ছিলো ১৫ শতাংশ, এপ্রিলে ১৬ শতাংশ মে মাসে একবারে কমে দাঁড়ায় ১১ শতাংশ।
করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠা বন্ধ থাকায় অর্থনৈতিক খাতে বড় ধরনের বিপর্যয় নেমেছে দেশটিতে। রেকর্ড সংখ্যক হারে বাড়ছে বেকারত্বের হার। পরিসংখ্যান বিভাগ তাদের নিজস্ব জরিপে প্রকাশ করেছে, করোনার কারণে আত্মনির্ভরশীর কর্মীরা ৫০ শতাংশ কাজের বাইরে রয়েছেন। গবেষণায় দেখা যায় শতকরা ৪৬.৬ ভাগ কাজ থেকে দূরে রয়েছ