রাজশাহীতে ৮৪ বছরের বৃদ্ধের করোনা জয়

বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। বার্ধক্যজনিত কারণে শরীরে বাসা বেধেছে নানা রোগ। সর্বশেষ প্রাণঘাতী করোনাভাইরাসও ছাড়েনি তাকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সব সময় ভয় আর আশঙ্কায় যুদ্ধ করেছেন করোনাভাইরাসের সঙ্গে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম মেনে শেষ পর্যন্ত ৮৪ বছর বয়সে করোনা জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাজশাহীর মোহনপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক মনসুর রহমান।

তিনি বলেন, করোনা শনাক্ত হওয়ার পর তাকে একা থাকতে হয়েছে। কিন্তু পরিবার ও চিকিৎসকদের সব সময় তার কাছে পেয়েছেন। চিকিৎসকদের গাইড লাইন মানার কারণে দিন দিন তার শারীরিক উন্নতি হওয়ার কারণে তার আত্মবিশ্বাস বেড়ে যায়। মনে গভীরে জমে থাকা কালো মেঘটি আস্তে আস্তে কেটে গেছে। সুস্থ হয়ে উঠেছেন তিনি।

মনসুর রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নওনগর গ্রামে। তার এক ছেলে ও চার মেয়ে। কলেজ শিক্ষক ছেলের সঙ্গে তিনি গ্রামে থাকেন। গত ২৬ এপ্রিল নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। তারপর বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়েছেন। পরপর ৪ বার পরীক্ষা শেষে রবিবার তাকে করোনামুক্ত ঘোষণা করেন জেলা সিভিল সার্জন ডা. এনামুল হক।

মনসুর রহমান বলেন, এই দুঃসম