ইএসপিএন ক্রিকইনফোর একাদশে সাকিব

সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল বছরের ঠিক এই সময়ে তাকে দুই বছর নিষিদ্ধ করে আইসিসি। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সেই নিষেধাজ্ঞার ২১৬তম দিনে এসে সুসংবাদ পেলেন সাকিব। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর স্বপ্নের একাদশে জায়গা পেয়েছেন তিনি।সোমবার সোশ্যাল মিডিয়া ট্ইুটারে এক পোস্টে স্বপ্নের একাদশ সাজিয়েছেন তারা। এটি সাম্প্রতিক সময়ের ওয়ানডে ড্রিম টিম। অনুমিতভাবেই এ দলে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তা সত্ত্বেও সাকিবদের দায়িত্ব তুলে দেয়া হয়েছে নিউজিল্যান্ড কাপ্তান কেন উইলিয়ামসনের কাঁধে।

একাদশে বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন কেবল সাকিবই। মূলত ২০১৯ বিশ্বকাপে চোখধাঁধানো পারফরম করায় এ দলে ঠাঁই পেয়েছেন তিনি। ক্রিকেটের বিশ্বমঞ্চে ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি বোলিংয়ে ১১ উইকেট শিকার করেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার।

এতে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের রয়েছেন চার খেলোয়াড়। ভারত থেকেও আছেন সমসংখ্যক ক্রিকেটার। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পেয়েছেন একজন করে।

তবে পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়