দুর্বৃত্তের আগুনে ২ হাজার মুরগি পুড়ে ছাই

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আলোচিত সেই বন্ধু পোলট্রি খামারে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে খামারের প্রায় ২ হাজার লেয়ার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে ঘটনাটি ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বন্ধু পোলট্রি ফার্মের মালিক দীনবন্ধু সেন ও তার ব্যবসায়ীক অংশীদার মো. শাহজাহান মিয়া অভিযোগ, রাত ১১টা পর্যন্ত তারা খামারে ছিলেন। এরপর রাত প্রায় ৩টার দিকে এক লোকের মাধ্যমে খবর পেয়ে বাড়ি থেকে খামারে এসে তারা দেখেন আগুন জ্বলছে। সাথে সাথে তারা জুড়ী থানায় খবর দেন। পুলিশ কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়।

তারা জানান, খামারের আশপাশের এলাকার বাসিন্দা ও পূর্বের ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি রাধা কান্ত দাস, মঈন উদ্দিন, সাইদুল, বদরুল, আব্দুল মতিন, আহমদ আলী, হুছন আলী গংরা দীর্ঘদিন থেকে খামার বন্ধের জন্য ষড়যন্ত্র করে আসছে। গত ১ মে রাত সাড়ে দশটায় জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুকের নেতৃত্ব