সিরাজগঞ্জে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

সিরাজগঞ্জ সদরে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু এবং তার বাবা আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামে এই বজ্রপাত ঘটে।

প্রয়াত গোলাম হোসেন (১৮) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন তিনি।

তার বাবা সাত্তারকে আহত অবস্থায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলী বলেন, “সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাপ-বেটা মিলে তাদের ক্ষেতে ধান কেটে সেখানেই পরিচর্যা করছিল। এমন সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে বাপ-বেটা গুরুতর আহত হন।”

দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছেলে গোলামকে মৃত ঘোষণা করেন। আহত বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ সদরে বজ্রপাতে এক কলেজ ছাত্রের মৃত্যু এবং তার বাবা আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামে এই বজ্রপাত ঘটে। প্রয়াত গোলাম হোসেন (১৮) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন তিনি। তার বাবা সাত্তারকে আহত অবস্থায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য শাহজাহান আলী বলেন, “সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাপ-বেটা মিলে তাদের ক্ষেতে ধান কেটে সেখানেই পরিচর্যা করছিল। এমন সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে বাপ-বেটা গুরুতর আহত হন।” দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছেলে গোলামকে মৃত ঘোষণা করেন। আহত বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।