বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকে করোনার ভাইরাসের দুঃসময়ে এমপি মন্ত্রীরা কোথায়? পত্র পত্রিকায় দেখা যায় এমপি-মন্ত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ১২-১৩ বছর যাবত সরকারের নির্যাতন নিপীড়নে বিএনপির সবাই কষ্টে আছি। মিথ্যা মামলায় জর্জরিত হয়ে আছি। তারপরও বিএনপি নেতা-কর্মীরা নিজেদের পকেটের টাকা দিয়ে অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে।
সোমবার ঢাকা-১৮ আসনের অন্তর্গত খিলক্ষেত থানা এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
নজরুল ইসলাম বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর যে শিক্ষা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছেন তা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশকে সেখান থেকে এগিয়ে নিয়েছেন। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক তা অনেকই চায় না। এ জন্য ষড়যন্ত্রের মুখে আমাদের পরাজিত করছে। জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। জনগণ ভোটের অধিকার পেলে, নির্ভয়ে ভোট দিতে পারলে খালেদা জিয়াই আবার প