ডা. জাফরুল্লাহর জন্য আরো বড় দু:সংবাদ



করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হক চৌধুরী ও পুত্র বারিশ চৌধুরীও একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ কিট এবং পিসিআর ল্যাবে পরীক্ষার পর তাদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ২৮ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পরীক্ষাতেও সংক্রমণ নিশ্চিত হয়।

করোনা আক্রান্ত হওয়ার পর নিজ বাসাতে আইসোলেশনে ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এখন তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আইসোলেশন বেডে আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা মেডিকেলে তার জন্য কেবিন প্রস্তুত রাখা হলেও তিনি সেখানে যাননি।

স্ত্রী-পুত্রের করোনায় আক্রান্ত হওয়া প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ কিট ও পিসিআর ল্যাব-দুই টেস্টেই তারা করোনা পজিটিভ। আমাদের কিটে পজিটিভ আসার পর ল্যাব টেস্টে পজিটিভ আসতে বাধ্য।`

তার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ডা. জাফরুল্ল