করোনার (কোভিড-১৯) নাম শুনলেই এখন রক্ত হিম হয়ে যাচ্ছে অনেকের। হবে না-ই বা কেন, অতি ক্ষুদ্র এই ভাইরাসটিই তো গোটা বিশ্বকে স্থবির করে রেখেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই করোনা। যে কোন মৃত্যুই একটি অপূরণীয় ক্ষতি। কিন্তু আমরা যদি কোনো রোগের ভয়াবহতার হিসেব করি, তাহলে ৮০০ কোটি মানুষের এই বিশ্বে দিনে ৪ হাজার ৫ হাজার মৃত্যু কি ভয়ঙ্করতম কিছুর ইঙ্গিত দেয়? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে।
আমরা যদি গত তিন মাসে বিশ্বব্যাপী মৃত্যুর পরিসংখ্যানটা বিশ্লেষণ করি তাহলে দেখব যে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই সময়ে মারা গেছে ৩ লাখ ১৪ হাজার ৬৮৭ জন। আর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ৪০ হাজার ৫৮৪ জন। এই একই সময়ে আত্মহত্যা করে মারা গেছে ৩ লাখ ৫৩ হাজার ৬৯৬ জন। আর সড়ক দুর্ঘটনার মৃত্যু তার চেয়েও বেশি, ৩ লাখ ৯৩ হাজার ৪৭৯ জনের।
ধুমপান, অ্যালকোহল আর ক্যানসারে মৃত্যুর হার করোনার দ্বিগুণ বলা চলে। গত তিন মাসে অ্যালকোহল আসক্তির কারণে মারা গেছে ৫ লাখ ৫৮ হাজার ৪৭১ জন। ধূমপানের কারণে মৃত্যু হয়েছে ৮ লাখ ১৬ হাজার ৪৯৮ জনের। আর ক্যান্সারে ভুগে মারা গেছে ১১ লাখ