ইংল্যান্ডের উইঙ্গার জর্ডান সানচোর হ্যাট্রিকে বুন্দেসলিগায় রবিবার তলানীর ক্লাব প্যাডেরবর্নকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। এই জয়ের ফলে তারা শীর্ষ দল বায়ার্নের সঙ্গে পয়েন্টর ব্যবধান কমিয়ে সাত পয়েন্টে নামিয়ে এনেছে। ম্যচ শেষে ‘যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার’ নায্য বিচার দাবি করেছেন সানচো।এই হ্যাট্রিকের সুবাদে বুন্দেসলিগায় চলতি মৌসুমে নিজে ১৭ গোল করার পাশাপাশি ১৭ গোলে অ্যাসিস্টের কৃতিত্ব প্রদর্শন করলেন ইংলিশ তারকা। খেলা শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে অজ্ঞাত কৃষ্ণাঙ্গ হত্যার বিচার দাবির আন্দোলনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলেন সানচো।
পরে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে তিনি লিখেছেন, ‘ক্যারিয়ারে প্রথম হ্যাট্রিক করতে পেরে রোমাঞ্চ অনুভব করছি। তবে একই সঙ্গে ব্যক্তিগতভাবে অস্বস্তি বোধ করছি। কারন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সবাইকে বিশ্বব্যাপী বর্ণবাদী পরিস্থিতির পরিবর্তনে সম্পৃক্ত হতে হবে।’
প্যাডারবর্নে অনুষ্ঠিত ম্যাচে ডর্টমুন্ডের হয়ে আরেক গোলদাতা মরোক্কোর আন্তর্জাতিক ফুটবলার আশরাফ হাকিমি নিজের জার্সি উচিয়ে ধরে সানচোর প্রতি নিজের সমর্থন জ্ঞাপন করেন।
এর আগে রবিবার অন