গত ১৩ মার্চ সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। এরপর মহামারী করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে পড়ে বিশ্ব ক্রীড়াঙ্গন। ফলে আর মাঠে নামা হয়নি স্মিথের। অবশেষে সোমবার অনুশীলনে নামেন স্মিথ। দু’মাসের বেশি সময় পর ব্যাট ধরার স্বাদ নিলেন তিনি।
করোনাভাইরাসের কারনে দু’মাসের বেশি সময় ধরে বিশ্ব ক্রীড়াঙ্গন স্তব্ধ। তবে সম্প্রতি ইউরোপের কিছু-কিছু ফুটবল লিগ শুরু হলেও, কোথাও ব্যাট-বল হাতে লড়াইয়ে নামতে পারেননি ক্রিকেটাররা। তবে দ্রুত ক্রিকেট শুরুর স্বপ্ন নিয়ে অনুশীলন শুরু করেছে কিছু দল। যেমন- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। সোমবার সেই তালিকায় নাম তুললো অস্ট্রেলিয়া জাতীয় ও ঘরোয়া কিছু ক্রিকেটার। অনুশীলন করেছেন কিছু খেলোয়াড়।
সোমবার অস্ট্রেলিয়ার রাজ্য ক্রিকেট দল নিউ সাউথ ওয়েলসের অনুশীলনে যোগ দিয়েছিলেন স্মিথ। জাতীয় দল সতীর্থ ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ককে নিয়েই সিডনি অলিম্পিক পার্কে প্রাক মৌসুম অনুশীলন শুরু করেছেন স্মিথ। করোনাভাইরাসের কারনে দীর্ঘদিন পর আজই প্রথম আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করলেন স্মিথ।