করোনা নিয়ে বাংলাদেশ আশা-নিরাশার দোলাচালে দুলছে। একদিন পরিস্থিতি খারাপ হচ্ছে, অন্যদিন পরিস্থিতি আবার আশার আলো দেখাচ্ছে। তবে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটা বলার সময় এখনো আসেনি। টানা ব্যর্থতা এবং সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে এখনো করোনা পরিস্থিতি লাগামের মধ্যেই রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সবকিছু খুলে দেওয়ার দ্বিতীয় দিনে বাংলাদেশে বরং আশাবাদী দেখাচ্ছে। গতকাল যেখানে করোনায় ৪০ জন মারা যাওয়ার পর যে চোখ রাঙ্গানি ছিল, তা আজ কিছুটা হলেও স্তিমিত হয়েছে। আজ ২২ জন মৃত্যুবরণ করেছে, আক্রান্তের হার-ও কমেছে। গতকাল যেখানে ২১ শতাংশের উপরে ছিল, আজ তা ২০ শতাংশের কিছুটা বেশি এবং গতকালের থেকে আজকে আক্রান্তের সংখ্যাও কমেছে। আর এসব নিয়ে বাংলাদেশ আশাবাদী হয়ে উঠতেই পারে। বাংলাদেশের অনেকেই এখন মনে করছেন যে, বাংলাদেশে করোনা নিয়ে যে নেতিবাচক শঙ্কাগুলো তৈরি হয়েছিল, সেগুলো শেষ পর্যন্ত সত্যি নাও হতে পারে। বাংলাদেশে করোনা নিয়ে আশাবাদ ব্যক্ত করার যে প্রধান কারণগুলো এখন সামনে আসছে তা হলো-
১. লাফিয়ে বাড়ছে না মৃত্যু
বাংলাদেশে করোনায় এখন পর্যন্ত ৬৭২ জন মারা গেছে। সর্বশেষ গত ২