বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। মোট ২ হাজার ৯১১ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭০৪ জনের।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন।
আজ সর্বাধিক সংখ্যক করোনা রোগী শনাক্ত হলো। এর আগে ২ হাজার ৫৪৫ জন শনাক্তের সর্বোচ্চ রেকর্ড স্থাপিত হয়েছিল গত ৩১ মে।
করোনা সংক্রমণ মোকাবেলার জন্য সরকার সবকিছু খুলে দেওয়ার তৃতীয় দিনে নতুন রেকর্ড তৈরি হলো। অবশ্য মৃত্যুতে আজ নতুন রেকর্ড হয় নি। ৪০ জনের যে মৃত্যুর রেকর্ড ছিল, সেটি এখনও অক্ষত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। ফলে ভাইরাসটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০৯ জন।