করোনা মোকাবিলায় মাস্ক কেন জরুরি?



আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা এবং মাস্ক ব্যবহার যে বাধ্যতামূলক সে সম্পর্কে নতুন করে পরামর্শ দেন। অনলাইন ব্রিফিংয়ের শুরুতে তিনি মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, কাপড়ের মাস্ক ব্যাবহার স্বাস্থ্য সম্মত, এটা করোনা মোকাবিলার কার্যকরী পদ্ধতি। এটি বিশ্বস্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত।’

পাশাপাশি তিনি এটাও বলেন যে, মাস্ক ব্যবহারের পাশাপাশি শারীরিক দূরত্ব বজায় রাখা এবং বারবার সাবান দিয়ে হাত ধোঁয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু করোনার সঙ্গে বসবাসের সিদ্ধান্ত নিয়ে সরকার ৩১ মে থেকে সবকিছু চালু করে দিয়েছে। সেজন্য ঘরের বাইরে মানুষ বের হচ্ছে। এই সময় মাস্ক ব্যবহারের গুরুত্ব আরেকবার নতুন করে জানিয়ে দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই মাস্ক ব্যবহারের ফলে রোগ প্রতিরোধ করা অনেকটা সম্ভব বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।