বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা অর্ধলক্ষ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে। আজ বাংলাদেশে নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। কিন্তু এসমস্ত তথ্যের থেকে এখনই কিছু জরুরী বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন যে, সামনে আরো ভয়াবহ সময় অপেক্ষা করছে এবং এখনই আমাদের কতগুলো প্রশ্নের উত্তর প্রয়োজন এবং প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমাদের করোনা মোকাবেলার কর্মকৌশল নির্ধারণ করতে হবে। নাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে, আমাদের শুধু হাহুতাশই করতে হবে। বাংলাদেশে এখন করোনার যে পরিস্থিতি তাতে পাঁচটি কর্মপরিকল্পনা সুনির্দিষ্টভাবে গ্রহণ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বৈজ্ঞানিক প্রক্ষেপণ দরকার
বাংলাদেশে বর্তমানের বাস্তবতায় করোনা আক্রান্তের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে একটি বিজ্ঞানভিত্তিক প্রক্ষেপণ বা প্রজেকশন দরকার। কারণ সেই অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে, সেই অনুযায়ী হাসপাতাল ব্যবস্থা তৈরি করতে হবে এবং দ্রুতই এসব করতে হবে, মনে রাখতে হবে আ