করোনার চেয়ে ভয়াবহ নতুন রোগের উপসর্গ; ভয় শিশুদের



করোনায় বিধ্বস্ত সারা পৃথিবী। হন্যে হয়ে বিজ্ঞানী ও চিকিৎসকেরা রোগ মুক্তির পথ খুঁজে চলেছেন। কিন্তু এই মরণ ভাইরাস নিয়ে প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য। কোভিড-১৯-এর প্রাথমিক উপসর্গের মধ্যে যুক্ত হচ্ছে নানা অসুখ। এর মধ্যেই ইউরোপ এবং উত্তর আমেরিকার বেশ কয়েকটি দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু হওয়া শতাধিক শিশুদের মধ্যে পাওয়া যাচ্ছে আর একটি বিরল অসুখ- Kawasaki Disease Syndrome. করোনা পজিটিভ বহু শিশুর শরীরে মিলছে এই রোগের লক্ষণ!

কী এই অসুখ?

গত ১৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এক বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু অসুস্থ শিশু ও কিশোরের ইনটেন্সিভ কেয়ারে রেখে চিকিৎসার প্রয়োজন পড়ছে। কোভিড-১৯ এর আবহে বিভিন্ন উপসর্গের সঙ্গে ওই শিশুদের শরীরে এমন রোগের লক্ষণ পাওয়া যাচ্ছে যার Kawasaki Disease -এর সঙ্গে মিল রয়েছে।

করোনা বিধ্বস্ত ব্রিটেনে এপ্রিলের শেষে স্বাস্থ্য দফতর থেকে সতর্কবাণী করা হয়েছে ‘মাল্টি ইনফ্ল্যামেটরি’ কেস ক্রমশ বাড়ছে শিশুদের মধ্যে। কোভিড-১৯ পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বহু শিশুর মধ্যে পাওয়া যাচ্ছে Kawasaki Disease Syndrome.

এছাড়া ফ্রান্স, ইতালি, স্