বেসরকারি হাসপাতালগুলোর স্বেচ্ছাচারিতা এখন চরম আকার ধারণ করেছে। করোনা সঙ্কটের শুরু থেকেই বেসরকারি হাসপাতালগুলোর মালিকদের নিয়ন্ত্রণহীন এবং অযৌক্তিক আচরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিঘ্ন সৃষ্টি করেছিল এবং এখন তাঁদের স্বেচ্ছাচারিতা লাগামহীন হয়ে গেছে। যেন তাঁদের কেউ দেখার নেই, তাঁরা জবাবদিহিতার আওতার মধ্যেই নেই। বেসরকারি হাসপাতালগুলো করোনা সংক্রমণের শুরু থেকেই সকল ধরণের চিকিৎসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে কোন কোন হাসপাতাল সেবা প্রদান শুরু করলেও অধিকাংশ মানুষ সেই সময় থেকে কার্যত চিকিৎসাবিহীন অবস্থায় রয়েছে। এরপর যখন সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হলো যে, বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা করতে হবে, তখন অনেকগুলো বেসরকারি হাসপাতাল এই কাজ শুরু করলেও সেই ব্যবস্থাপনায় মারাত্মক ত্রুটি এবং অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। অনেকগুলো হাসপাতাল সরকারের কাছ থেকেও টাকা নিয়েছে আবার রোগীদের কাছ থেকেও টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাছাড়া কোভিড এবং নন কোভিড রোগীদের আলাদা চিকিৎসা প্রদানের নির্দেশনা থাকলেও ইউনাইটেড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল কোভিড এবং নন কোভিড রোগীদের একাক