যুক্তরাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের ডান-হাতি পেসার লিয়াম প্লাংকেট। প্লাংকেটের স্ত্রী আমেরিকান। তাই ক্রিকেটকে বিদায়ের পর যুক্তরাষ্ট্রেই স্থায়ী হবার পরিকল্পনা তার। তবে ক্রিকেটকে বিদায় বলার আগে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে চান প্লাংকেট।
দেশের মাটিতে গত বিশ্বকাপে শিরোপা জয় করে ইংল্যান্ড। সেই দলের সদস্য ছিলেন প্লাংকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ফাইনালে ১০ ওভারে ৪২ রানে ৩ উইকেট নেন তিনি।
বিশ্বকাপের ফাইনালের পর দেশের হয়ে আর খেলার সুযোগ পাননি ৩৫ বছর বয়সী প্লাংকেট। এমনকি করোনাভাইরাস পরবর্তীতে ক্রিকেটের জন্য অনুশীলনের জন্য ৫৫ জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানেও নেই প্লাংকেটের নাম। ইতোমধ্যে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি।
এমন অবস্থায় ইংল্যান্ডের হয়ে নিজের ক্যারিয়ারের ইতি দেখছেন কাউন্টিতে সারের হয়ে খেলা প্লাংকেট। তাই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার স্বপ্ন দেখছেন এই পেসারের।
বিবিসিকে এক সাক্ষাৎকারে প্লাংকেট বলেন, ‘যদি যুক্তরাষ্ট্রে খেলার সুযোগ পাওয়া যায়, তবে বিষয়টা দারুণ হবে। আমার বাচ্চারা আমেরিকান হবে। তাদের সাথে সেখানে থে