ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’, ভারতে রেড এলার্ট



আম্পানের আঘাতের ঘা না শুকাতেই এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। ক্রমশ তার শক্তিও বাড়ছে। আরব সাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই প্রবল ঘূর্ণিঝড়ে (সাইক্লোনিক স্টোর্ম) পরিণত হয়েছে। যা বর্তমানে ঘণ্টায় ১২-১৫ কিলোমিটার বেগে ভারতের উত্তর অভিমুখ বরাবর (ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলের দিকে) এগোচ্ছে, প্রেক্ষিতে রেড এলার্ট জারি করা হয়েছে মুম্বাইয়ে। খবর আনন্দবাজার পত্রিকার।

দেশটির আবহাওয়া ভবন জানিয়েছে, আগামী ছয় ঘণ্টার মধ্যেই প্রবল ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ে (সিভিয়ার সাইক্লোনিক স্টোর্ম) পরিণত হবে। সেটি প্রথমে উত্তর অভিমুখে এবং পরে বাঁক নিয়ে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখ বরাবর এগোবে। বুধবার অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ‘নিসর্গ’ আছড়ে পড়বে উত্তর মহারাষ্ট্রের হরিহরেশ্বর এবং দক্ষিণ গুজরাট উপকূলের দমনের মাঝে। আছড়ে পড়ার সময় ঝড়ের ঘূর্ণনের গতিবেগ থাকবে ঘন্টায় ১০০-১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

আজ আবহাওয়া ভবনের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে অবস্থান করছে পানজিম থেকে ২৮০ কিলোমিটার পশ্চিমে, মুম্বাই থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং সুরাট থেকে ৬৭০ কি