টেলিমেডিসিন হচ্ছে দূর চিকিৎসা। শহর থেকে বিশেষজ্ঞ ডাক্তার গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা সেবা পৌছে দেবার যে প্রক্রিয়া এটিই টেলিমেডিসিন নামে পরিচিত। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় টেলিমেডিসিন সেবা প্রত্যন্ত অঞ্চলের জনগণের স্বাস্থসেবার মানোন্নয়নে একটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশ এখন বেসামাল। লকডাউনের মধ্যে সবার জন্য সামাজিক দূরত্ব রক্ষা অপরিহার্য। চিকিৎসক রা অনেকেই মহামারী থেকে বাঁচতে চেম্বারে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন। এ অবস্থায় সময়ের প্রয়োজনে চিকিৎসা সেবায় নতুন ধারার সৃষ্টি হয়েছে। তা হলো টেলিমেডিসিন সেবা। এই টেলিমেডিসিন সেবা হলো ভিডিও কলের মাধ্যমে রোগী দেখা এবং রোগীদের ব্যবস্থাপত্র দেয়া। করোনা বাংলাদেশে টেলিমেডিসিন এর অগ্রযাত্রাকে সমৃদ্ধ করে দিয়েছে। দেশে টেলিমেডিসিন সেবায় কার্যত বিপ্লব ঘটে গেছে।
করোনার কারণে অধিকাংশ হাসপাতাল সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। অনেক হাসপাতাল করোনা থেকে বাঁচতে রোগী ভর্তিসহ অন্যান্য সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এতে বিপদে পড়েছেন সাধারণ ডায়াবেটিস, কিডনী, হৃদরোগ, ক্যা