বর্ণবাদের বিরুদ্ধে আওয়াজ তুলল ক্রিকেটাররা

যুক্তরাষ্ট্রে পুলিশের হেফাজতে থাকা কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বর্ণবাদ বিরোধী আন্দোলনে উত্তাল দেশটি। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্বের অসংখ্য মানুষ। সেখানে গলা মিলিয়েছেন ক্রিকেটাররাও।





দুই ক্যারিবিয়ান ড্যারেন স্যামি এবং ক্রিস গেইল ইন্টারনেটে প্রথমে সরব হন। এরপর সে খাতায় নাম লিখিয়েছেন কুমার সাঙ্গাকারা।

টুইটারে স্যামি  লিখেন, “আইসিসি এবং অন্যান্য ক্রিকেট বোর্ডরা কি দেখতে পাচ্ছে না, আমার মতো (কৃষ্ণাঙ্গ) মানুষদের সঙ্গে কী হচ্ছে?  আমার মতো মানুষদের বিরুদ্ধে হওয়া সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না আপনারা? এটা শুধু আমেরিকার বিষয় নয়, এটা প্রতিদিন হয়।”