অন্তঃসত্ত্বা হাতির সঙ্গে এ কেমন বর্বরতা!



ভারতের কেরালায় অন্তঃসত্ত্বা ১৫ বছরের একটি হাতি অরণ্য ছেড়ে স্থানীয় গ্রামে গিয়েছিল খাবারের সন্ধানে। গ্রামবাসীরা একটি আনারসের মধ্যে বাজিপটকা রেখে তাকে খেতে দেয়। গর্ভবতী হাতিটি সরল বিশ্বাসে তা খায়। তারপর পেটের মধ্যে গিয়ে বাজি ফাটতে শুরু করলে সে হকচকিয়ে যায়। অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে সারা গ্রাম ছুটে বেড়াতে থাকে। সেই অবস্থাতেও সে কোন বাড়ি বা গাছ ভাঙচুর করেনি।

তারপর যখন বোঝে সে আর বাঁঁচবে না, বাঁঁচবেনা গর্ভস্থ সন্তানও, তখন নদীর মধ্যে  দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মৃত্যুবরণ করে নীরবে।

এই ভয়ঙ্কর হৃদয়বিদারক ঘটনাটি প্রকাশ করেছেন স্থানীয় ফরেস্ট অফিসার। তারা রেসকিউ টিম নিয়ে যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন হাতিটি কিছুতেই আর মানুষের কাছে আসার ভুল দ্বিতীয়বার করেনি। তার বিশ্বাস ভেঙে গিয়েছিল। সবাইকে স্তম্ভিত করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই মারা গিয়েছে সে। কারও বিন্দুমাত্র কোনো ক্ষতিও করেনি।