প্রায় মাসখানেক ধরে লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চীনের সৈন্যদল। দুই দেশের সেনারা ইতিমধ্যেই হাতাহাতিতে জড়িয়েছেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরালও হয়েছে। সেই রেশ ধরে উঠে গেছে ‘যুদ্ধ যুদ্ধ’ রব। শুধু সামাজিক মাধ্যমেই যে যুদ্ধের ধোঁয়া তোলা হচ্ছে, তা কিন্তু নয়। বরং সীমান্তে নিজেদের ঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মজুদ করা শুরু করে দিয়েছে দুই দেশই। ফলে পরিস্থিতি যে আরও খারাপ দিকে যাচ্ছে, তা বলাই বাহুল্য। দুই দেশের সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার ও কূটনৈতিকরা যদিও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আলোচনা চালাচ্ছেন, কিন্তু অন্তরালে তারা ঠিকই যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তো যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে ঘোষণাই দিয়ে ফেলেছেন। সীমান্তে নিজেদের ঘাঁটিতে আর্টিলারি, ইনফ্রান্ট্রি কমব্যাট ভেহিকেল ও আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মজুত করে ফেলেছে চীন। আর ভারতও একাধিক ভারী যুদ্ধ ক্ষেপণাস্ত্র সীমান্তে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় একটু দেখে নেওয়া যাক সামরিক শক্তিতে কোন দেশ কত শক্তিশালী-
পিডব্লিউআর ব়্যাঙ্কিং
সামরিক শক্তির এই ব়্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এক ধাপ এ