সিরাজগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের আকমানাদিঘী গ্রামে যমুনার পানিতে ডুবে শাহদাৎ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের দেলসাদ শেখের ছেলে।

স্থানীয় মেছরা ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া জানান, সোমবার দুপুরে গ্রামের যমুনা নদীতে গোসল করতে নামে শাহাদাৎ। সেখান থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে আকমাদিঘী যমুনার ঢালে শাহাদাতের লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা লাশটি উদ্ধার করেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের আকমানাদিঘী গ্রামে যমুনার পানিতে ডুবে শাহদাৎ হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের দেলসাদ শেখের ছেলে। স্থানীয় মেছরা ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া জানান, সোমবার দুপুরে গ্রামের যমুনা নদীতে গোসল করতে নামে শাহাদাৎ। সেখান থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে আকমাদিঘী যমুনার ঢালে শাহাদাতের লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনেরা লাশটি উদ্ধার করেন।