একই হারে বাড়ছে করোনা রোগী এবং মৃত্যু



বাংলাদেশে করোনা সংক্রমণের উর্ধ্বগতি একই হারে রয়েছে। এটি থেকে মনে করা হচ্ছে যে, বাংলাদেশ এখনও করোনা সংক্রমণের চূড়ান্ত অবস্থায় পৌঁছেনি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে করোনা সংক্রমণের যে সর্বশেষ তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৯৫ জন। ১২ হাজার ৫০১ জনকে পরীক্ষা করে এই নতুন রোগী শনাক্ত হয়েছে, যা ২১ ভাগের বেশি।

গত কিছুদিন ধরেই  ২১ থেকে ২৩ ভাগের মধ্যে করোনার নতুন সংক্রমণ ধরা পড়ছিল। আজও এই হার বজায় রয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত মোট করোনায় সংক্রমিত হলেন ৫০ হাজার ১৪০ জন। অন্যান্য দিনগুলোর মতোই মৃত্যুর হার একই রকম আছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৭ জন। এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর হার। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করলেন ৭৪৬ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্তের পর থেকে সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও এখন পর্যন্ত মৃত্যুর হারে বাংলাদেশ সবচেয়ে সংক্রমিত দেশগুলোর চেয়ে ভালো অবস্থানে আছে।