বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়



ঢাকা বিশ্ববিদ্যালয় করোনা পরীক্ষা করবে না। ৩ দিন আগেই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছিল যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোয়ান্র নমুনা পরীক্ষা করা হবে। কিন্তু আজ স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় এ পরীক্ষা করবে না।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে যে, সেখানে পরীক্ষা করলে করোনা সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে। এজন্য শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের আপত্তির কারণে সেখানে করোনা পরীক্ষা বন্ধ করা হয়েছে। এর ফলে বাংলাদেশে করোনা পরীক্ষার একটি ল্যাব কমে গেল।