ক্যারিয়ার গড়ুন বিটিসিএলে

‘সহকারী ম্যানেজার (কারিগরি)’ পদে ৫০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

শিক্ষাগত যোগ্যতা : ইইই/সিএসই/ইসিই/ইটিই/ইইসিইতে স্নাতক/সমমান।

বেতন : গ্রেড-৭।

চাকরির ধরণ : স্থায়ী।

শিক্ষানবীসকাল : দুই বছর।

বয়স সীমা : ৩০ জুন ২০২০ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।

আবেদনের নিয়ম : বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.gov.bd/career এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি : টেলিটকের মাধ্যমে ১০০০ টাকা পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় : ৩০ জুন ২০২০ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

‘সহকারী ম্যানেজার (কারিগরি)’ পদে ৫০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। শিক্ষাগত যোগ্যতা : ইইই/সিএসই/ইসিই/ইটিই/ইইসিইতে স্নাতক/সমমান। বেতন : গ্রেড-৭। চাকরির ধরণ : স্থায়ী। শিক্ষানবীসকাল : দুই বছর। বয়স সীমা : ৩০ জুন ২০২০ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর। আবেদনের নিয়ম : বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.gov.bd/career এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি : টেলিটকের মাধ্যমে ১০০০ টাকা পাঠাতে হবে। আবেদনের শেষ সময় : ৩০ জুন ২০২০ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।