যারা রংপুরের উন্নয়ন চায় না তারাই পল্লী নিবাসে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ। বুধবার (০৩ জুন) পল্লী নিবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এ সময় সাদ এরশাদ বলেন, ঈদের পর মঙ্গলবার (০২ জুন) সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করছিলাম। সেখানে ডিও লেটারে স্বাক্ষর না দেয়ায় আমাকে ও আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি দেখিয়ে লাঞ্ছিত করা হয়।
নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এরশাদপুত্র বলেন, রংপুরের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দলের সুবিধাবাদী নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে। বাবা এরশাদের সুনাম ক্ষুণ্ন করতে তারা মরিয়া হয়ে উঠেছে।
এদিকে, মঙ্গলবারের ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলের এক নেতাকে আটক করে পুলিশ। বিদ্যমান এই পরিস্থিতিতে মহানগর জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সভা করেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিসহ আটক নেতাকে ছেড়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, বহিরাগতদের নিয়ে রংপুরে রাজনীতি করছেন সাদ এরশাদ। ২৭ নম্বর ওয়ার্ড জাপার সাধারণ সম