প্রেক্ষাগৃহ বন্ধ, সিনেমা এখন মুক্তি পাচ্ছে অনলাইনে। যদিও গেল কয়েক বছর যাবত বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে অনলাইনের বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মগুলো। আর চলমান করোনা পরিস্থিত যেন আরো কয়েক ধাপ এগিয়ে নিয়েছে সেই জনপ্রিয়তাকে। করোনার এই কালে যেখানে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে দেশ-বিদেশের সকল প্রেক্ষাগৃহ, সেখানে রমরমা ব্যবসা করছে অনলাইন ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্মগুলো।
ইতোমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা হলিউড ও বলিউডের বেশির ভাগ সিনেমা, ওয়েব সিরিজগুলো মুক্তি পেয়েছে এই অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মগুলোতে। চলতি (জুন) মাসেও অনলাইনে মুক্তির অপেক্ষায় রয়েছে হলিউড ও বলিউডেরর বেশকিছু প্রতীক্ষিত সিনেমা ও ওয়েব সিরিজ। যেগুলোর অধিকাংশই মুক্তি পাবে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, জি-৫, ডিজনি প্লাস হটস্টার, হটস্টার, টি-সিরিজসহ আরো বেশকিছু প্লাটফর্মে।
অ্যামাজন প্রাইম ভিডিও:
আসছে ১২ জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সুজিত সরকার পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গুলাবো সিতাবো’। সম্প্রতি মুক্তি যে ছবির ট্রেলার দেখেই মুগ্ধ দর্শক। হাস্য-রসাত্মক আসন্ন এই সি