রাজধানীর বাংলামোটরে বিহঙ্গ বাসের চাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর পরই বাসটিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
প্রসঙ্গত যে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার গত ১ জুন আবারও চালু হয় বাস চলাচল। বাস চলাচলে স্বাস্থ্যবিধি মানা এবং শৃংখলা আনার কথা বলা হলেও তা মানা হচ্ছে না। উপরন্তু চালকরা যে এখনও আগের মতই বেপরোয়াভাবে বাস চালাচ্ছেন, আজকের ঘটনাই তার প্রমাণ।