বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা নতুন করে উদ্বেগ বাড়ায়নি, এটাই আশার কথা। গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২ হাজার ৪২৩ জন। এর ফলে বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ৫৬৩ জন।
আশার কথা হলো যে, গত কিছু দিন ধরেই করোনা পরীক্ষার বিপরীতে শনাক্তের যে হার ২১ শিতাংশ ছিল, তা কমে গেছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এখন ১৯ শতাংশে নেমে এসেছে। এর ফলে কিছুটা আশাবাদী হচ্ছেন বিশেষজ্ঞরা।
মৃত্যুত্র অবস্থাও স্থিতিশীল রয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩৫ জন। এর আগের দিন মারা গিয়েছিল ৩৭ জন। এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বাধিক মৃত্যুর সংখ্যা হলো ৪০ জন।