ঢাকার বাইরে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা



করোনা সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে। যদিও এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম-নারায়ণগঞ্জ বা গাজীপুর হচ্ছে সবথেকে বেশি সংক্রমিত এলাকা। কিন্তু প্রতিদিন করোনা সংক্রমণের যে হিসেব পাওয়া যাচ্ছে, সেই হিসেব পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে, ঢাকার বাইরের পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে এবং ঢাকার বাইরের পরিস্থিতি এমন খারাপ হতে থাকলে তা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সবথেকে দূর্বল দিক হলো, চিকিৎসা কাঠামো পুরোপুরি ঢাকাকেন্দ্রিক। ঢাকা ছাড়া দেশের অন্যান্য স্থানে তেমন সুযোগ-সুবিধা নেই। আর যেকারণে দেখা যাচ্ছে যে, করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে মৃত্যুহারে চট্টগ্রাম ঢাকাকে ছাড়িয়ে গেছে এবং সামনে যদি দেশের অন্যান্য জেলাগুলোতেও সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে অপ্রতুল স্বাস্থ্য কাঠামো নিয়ে করোনা মোকাবেলা করা ঐ সমস্ত জেলাগুলোর জন্য কঠিন হয়ে পড়বে। বাংলাদেশে করোনা সংক্রমণের ঝুঁকি ঢাকা থেকে ঢাকার বাইরে জেলাগুলোতে বেশি দেখছেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে তাঁরা বলছেন-

১. পরীক্ষা সীমিত

বাংলাদেশে মোট পরীক্ষা হচ্ছে ৫০ টি ল্যাবে। ৫০ টি ল্যাবে পরীক্ষা হলেও মূল