দেশের ৮ জেলায় বজ্রপাতে নারীসহ ১৫ জন মারা গেছে। বুধবার রাত (দিনগত) থেকে বৃহস্পতিবার বিকালের মধ্যে এসব ঘটনা ঘটে।এর মধ্যে বগুড়ায় ৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ জন গৃহবধূ, ময়মনসিংহে ১ কিশোরসহ ৩জন, কুষ্টিয়ায় ২জন, জয়পুরহাট, নোয়াখালী ও যশোরে ১জন করে এবং টাঙ্গাইলে স্কুলছাত্রসহ ২ জন মারা গেছে।
বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন-
টাঙ্গাইল
টাঙ্গাইলে বজ্রপাতে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকালে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ী পশ্চিমপাড়া এলাকায় স্কুলছাত্র মো. অনিক (১৫) মারা যায়। অনিক ওই এলাকার মো. আইয়ুব মিয়ার ছেলে ও ধরেরবাড়ী হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হক এবিনিউজকে বলেন, বাড়ির পাশে ধান ক্ষেতে মা-বাবার সঙ্গে অনিক তাদের খড় শুকাচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই অনিক লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জেলার ঘাটাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার আনেহলা ইউনিয়নের বগাজান