প্রথম প্রেমের কথা কেউ কী কখনো ভুলতে পারে? এই প্রশ্নটার উত্তরে একেকজন হয়তো একেক রকম কথা বলতে পারেন। কারণ অনেকের জীবনেই প্রথম প্রেম প্রস্ফুটিত হয়নি। অভিজ্ঞতাও ভিন্ন রকম। অবশ্য হুমায়ূন আজাদের কথা মেনে নিলে বিষয়টি আবার অন্যরকমই দাঁড়ায়। তিনি বলেন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম। প্রথম প্রেমের রেশ থেকে যায় অনেক দিন। একটা তাড়না, তিক্ত-মধুর এক অনুভূতি মনকে আচ্ছন্ন করে রাখে। অনেকের মনে অতীত স্মৃতি তাড়িয়ে বেড়ায়। স্মৃতি রোমন্থনে অনেকে আবেগী হয়ে ওঠেন। তাই চলুন প্রথম প্রেম নিয়ে বিজ্ঞান বা গবেষণা কি বলে তা দেখে নেই।
ভালোবাসা শুধু মনের বন্ধনই নয়, এতে দুটি মনের পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনের আছে যৌক্তিক বৈজ্ঞানিক ব্যাখ্যা। যখন কারো অন্য কাউকে ভালোলাগে তখন মস্তিষ্কে রাসায়নিক পদার্থের নিঃসরণ হয়। ফলে ব্যক্তির মনে সৃষ্টি হয় সুখানুভূতির। মনোবিজ্ঞানীদের মতে, একজন ব্যক্তি অন্য কারও প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে মস্তিষ্ক মোট চার মিনিট ৯০ সেকেন্ড সময় নেয়। গবেষকরা জানায়, মানুষের মস্তিষ্ক প্রেমে পড়ার ক্ষেত্রে ব্যক্তির কিছু বিষয় বিবে