বিশেষজ্ঞদের মতে, বেশ কয়েক বছর আমাদের করোনার সঙ্গেই মিলেই বাস করতে হবে। এতে করে বদলেও যেতে পারে আমাদের স্কুল-কলেজ, অফিস সংক্রান্ত ধ্যান ধারণা। ফলে, ঘরবন্দি থেকে অনলাইনেই কাটাতে হবে অনেকটা সময়। তাই নতুন দুনিয়ার সঙ্গে খাপ খাইয়েও নিতে হবে খুব তাড়াতাড়ি।
অনলাইন ক্লাস ব্যাপারটার সঙ্গে আপনার সন্তান এবং আপনি নিজে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবেন, ততই মঙ্গল। বাচ্চা বা কিশোর-কিশোরীদের সামলানোর মানসিক প্রস্তুতি থাকে শিক্ষকের। তাদের স্বাভাবিক দুষ্টুমির সঙ্গে তাঁরা পরিচিত।
কিন্তু বাড়ি থেকে লেখাপড়ার ব্যবস্থা হওয়ায় অভিভাবকরা নাক গলাচ্ছেন পড়াশোনায়। আর তা সামলাতে অনেক বেশি অসুবিধে হচ্ছে শিক্ষার্থীদের। তাই অভিভাবক হিসেবে আপনি সতর্ক হোন। বাচ্চার স্কুলের ক্লাস চলার সময়ে নাক গলাবেন না। অসুবিধে হলেও তারা মানিয়ে নেবে পরিস্থিতির সঙ্গে। আর দুষ্টুমিও করলে, সেটা শিক্ষক সামলাবেন। দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সাথে নেই শিক্ষার্থীরা।
ফলে এতে করে তাদের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হয়েছে। তাছাড়া, এক ধরণের মানসিক চাপের মধ্যেও রয়েছে। তাই এই সময়ে পরিবারের উচিত তাদের সর্বোচ্চ মানসিক সাপোর্ট দেওয়া। এতে কর