স্পেশালাইজড হসপিটালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে সফল অস্ত্রপচার হয়েছে। অপারেশনের পর অপারেশনে নেতৃত্বদানকারী চিকিৎসক নিউরো সার্জন ডা. রাজিউদ্দিন আহমেদ রাজু প্রেস ব্রিফিংয়ে বলেন, অস্ত্রপচার সফল হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এই সময়ের মধ্যে যদি তার আবার কোনো রক্ত ক্ষরণ হয় বা পানি জমে যায়, তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এখন পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল। তার পরিস্থিতি বোঝা যাবে ৪৮ ঘন্টা পর।
উল্লেখ্য যে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ নাসিম গত ১ জুন বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্যের শারীরিক অবস্থা উন্নতির দিকে ছিল। আজ তাকে কেবিনে নিয়ে আসার কথা ছিল। কিন্তু আজ ভোরে হঠাৎ করে তার অবস্থার অবনতি ঘটে। তার ব্রেইন স্ট্রোক হয়।
ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরো সার্জন অধ্যাপক ডা. রাজিউদ্দিন আহমেদ রাজুর নেতৃত্বে তার মস্তিষ্কে অপারেশন করা হয়।
প্রসঙ্গত যে, মোহাম্মদ নাসিম ওয়ান ইলেভনের সময়ও একবার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। সে সময় তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থে