আবেগাপ্লূত প্রধানমন্ত্রী; বারবার খোঁজ নিচ্ছেন নাসিমের



আজ ভোরে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রধানমন্ত্রী এ খবর জানার পরপরই মোহাম্মদ নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয়কে টেলিফোন করেন এবং তার খোঁজ খবর নেন। কিভাবে চিকিৎসা হচ্ছে সে সম্পর্কে তিনি খবর নেন। বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ইনসাইডারকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী এ সময় আবেগাপ্লূত ছিলেন। আজ একাধিকবার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাসিমের খোঁজ নিয়েছেন। বারবার তার সঙ্গে থাকাদের কাছে তার অবস্থার কথাও তিনি জানতে চান।

উল্লেখ্য, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর জেলখানায় জাতীয় ৪ নেতাকে হত্যা করা হয়। যারা ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত। সেই বিশ্বস্ততার প্রতীক ৪ নেতার মধ্যে মোহাম্মদ মনসুর আলীর পুত্র নাসিম।মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহচর হিসেবে রাজনীতি করেছেন। কখনোই শেখ হাসিনার রাজনীতির বিরুদ্ধাচারণ করেননি। আওয়ামী লীগের রাজনীতির জন্য তিনি বহুবার নির্যাতিত নীপিড়িত হয়েছেন।

অসুস্থ হওয়ার পরপরই প্রধানমন্ত্রী মোহাম্মদ নাসিমের খোঁজখবর নিচ