শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ছাড়ালো ৮০০



গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ হাজার ৮২৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জনে। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮১১ জনে।

আজ শুক্রবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।