পুরুষ এবং তরুণরাই বাংলাদেশে বেশি আক্রান্ত



আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা আইইডিসিআরের গবেষণার একটি প্রতিবেদন শুরুতেই উপস্থাপন করেন। তাতে বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত যারা করোনা সংক্রমিত হয়েছেন তাদের মধ্যে ৭১ শতাংশই পুরুষ, ২৯ শতাংশ নারী।

বয়সভিত্তিক আক্রান্ত হিসেবে দেখা যায় ২১ থেকে ৩০ এর মধ্যে আক্রান্ত হয়েছেন ২৮ জন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানেও তরুণ বয়সীরা। ৩১ থেকে ৪০ বয়সের বয়সীরা ১৭ শতাংশ। ৪০ থেকে ৫০ এর মধ্যে ১৭ শতাংশ।

অর্থাৎ তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছে। নাসিমা সুলতানা বলেন যে, তরুণরা বাইরে বের হচ্ছেন বলেই বেশি আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে করোনা সংক্রমণের এটি একটি ভিন্ন চিত্র। অন্যান্য দেশগুলোতে যেখানে বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে, তখন বাংলাদেশে তরুণদের আক্রান্তের হার অনেক বেশি।