আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় চার নেতার সন্তান মোহাম্মদ নাসিম গুরুতর অসুস্থ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা বলেছেন যে, আগামী ৪৮ ঘন্টা তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। আজ ভোর থেকে প্রায় ৩ ঘন্টা ব্যাপী তার মস্তিষ্কে রক্তক্ষরণের জটিল অপারেশন হয়েছে। চিকিৎসক অধ্যাপক ডা. রাজিউদ্দিন আহমেদ রাজু জানিয়েছেন যে, তার অপারেশন সফল হয়েছে। এই অপারেশনের পুরো সময় ধরে প্রধানমন্ত্রী বারবার টেলিফোন করেছেন, খোঁজ নিয়েছেন এবং চিকিৎসকের সঙ্গে পর্যন্ত কথা বলেছেন। অথচ এই পুরো সঙ্কটকালীন সময়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নীরবতা, অনুপস্থিতি চোখে পড়েছে।
আওয়ামী লীগের এমপি এবং চিকিৎসক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত সেখানে ছুটে গিয়েছেন এবং চিকিৎসার সার্বিক তদারকি করেছেন। আওয়ামী লীগের নেতারা সার্বক্ষণিকভাবে মোহাম্মদ নাসিমের অসুস্থতার খোঁজ-খবর নিয়েছেন। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কোথায়? কোথায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা?
মোহাম্মদ নাসিম শুধু আওয়ামী লীগের হেভিওয়েট নেতাই নন, তিনি কেবল জাতীয় চার নেতার সন্তান নন, তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রীও বটে। দুর্ভাগ্যজনক হলো