প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে তরুণদের আক্রান্তের হার বেশি। এটি প্রমাণ করেছে যে, করোনা কাউকেই ক্ষমা করে না। করোনা ধনী-দরিদ্র বা বয়সের ভেদ দেখে না। করোনা একটি সাম্যবাদী ভাইরাস। যারাই স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবে, যাদের মধ্যে শৃঙ্খলা এবং সচেতনতার অভাব থাকবে, করোনা তাদেরকেই আক্রান্ত করবে। তিনি বলেন যে, স্বাস্থ্যবিধি না মানাতেই বাংলাদেশে বিপদে তারুণ্য। তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে। বাংলা ইনসাইডারের করোনা নিয়ে প্রতিদিনের আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
ডা. আব্দুল্লাহ বলেন, পৃথিবীর অন্যান্য দেশগুলোতে করোনার সংক্রমণের যে চিত্র, তার সঙ্গে বাংলাদেশের চিত্র একটু ভিন্ন। আমরা অন্যান্য দেশে দেখেছি যে, বয়স্ক মানুষ, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী রোগশোক যেমন- লিভার, ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ ইত্যাদিতে ভুগছেন, তারাই বেশি করোনাতে আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করছেন। কিন্তু বাংলাদেশে আমরা দেখছি যে, তরুণদের আক্রান্তের হার অনেক বেশি।
এর কারণ ব্যাখ্যা করে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ বলেন, আম