ফোর্বসের তৈরি ১০০ জন সর্বাধিক আয়কারী তারকার তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে ঠাঁই পেলেন বলিউডের অক্ষয় কুমার। ঠিক আগের বছরের মতোই। তবে তার ক্রমপর্যায় বেড়ে গিয়েছে। গতবার তিনি ৬৫ মিলিয়ন ডলার আয় করে ৩৩ নম্বরে ছিলেন। এবার তিনি ৫২ নম্বরে। মোট আয় ৪৮ দশমিক ৫ মিলিয়ন ডলার।
গেল বৃহস্পতিবার ফোর্বসের বার্ষিক তালিকায় সবার ওপরে নাম রয়েছে কাইল জেনার ও কেন ওয়েস্ট, এই দু’জনই সর্বাধিক আয় করেছেন। তবে পিছিয়ে নেই ক্রীড়া জগতও, রজার ফেডেরার ও লিওনেল মেসিও রয়েছে শীর্ষ দশে। তালিকায় প্রথম কাইল জেনার ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী জেনারের উপার্জন গত এক বছরে ৫৯০ মিলিয়ন ডলার, কাইল কসমেটিক বিক্রি করেই অধিকাংশ উপার্জন হয়েছে ২০১৯ সালে। ২২ বছরের জেনার, যিনি কিম কার্ডাশিয়ানের অর্ধবোন হিসাবে পরিচিত।
ভারতীয় হিসেবে ৫২ তম স্থান নিয়ে অক্ষয় পেছনে ফেলেছেন হলিউডের তারকা উইল স্মিথ (৪৪.৫ মিলিয়ন ডলার আয় করে ৬৯ নম্বরে) ও অ্যাঞ্জেলিনা জোলিকে (৩৫.৫ মিলিয়ন ডলার আয় করে ৯৯ নম্বরে)। এছাড়া অক্ষয়ের পরে আছেন রেহানা (৬০), কেটি পেরি (৮৬), লেডি গাগা (৮৭) ও জেনিফার লোপেজের (৫৬) মতো খ্যাতনামা পপ তারকাকে।
ফোর্বস অক্ষয় কুমারকে বর্ণনা করেছে ‘