সীমিত আকারের ঈদযাত্রায়ও সড়কে নিহত ১৮৫, আহত ২৮৩



করোনা মহামারির মধ্যেও ঈদ যাত্রায় ১৫৬ সড়ক দুর্ঘটনায় ১৮৫ জন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন আরও ২৮৩ জন। আজ শুক্রবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় যাত্রী কল্যাণ সমিতি।

তারা জানায়, সড়ক-রেল ও নৌপথে সম্মিলিতভাবে ১৫৬টি দুর্ঘটনায় মারা গেছেন ১৮৫ জন। আহত হয়েছেন ২৮৩ জন। করোনাভাইরাসের কারণে ঈদযাত্রা ব্যক্তিগত পরিবহনে সীমিত থাকলেও ঈদের আগের ও পরের দুর্ঘটনা অতীতের তুলনায় বেশি ছিল বলে ব্রিফিংয়ে তুলে ধরা হয়।

২৫ এপ্রিল ঈদের দিন সর্বোচ্চ ২০টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৮ জন আহত হয় বলেও জানানো হয় ব্রিফিংয়ে।