স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের শাহজাদপুরের মেধাবী ছাত্র মামুন পারিবারিক অভাব অনটনে দিন মজুরী করে পড়াশুনা করে এবার এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। তার প্রাপ্ত মোট নম্বর ১১৪৭। তার পরিবারের পক্ষে উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়ার শংকা । জানা যায়, শাহজাদপুর উপজেলার চরকাদাই গ্রামের দিনমজুর নাসির উদ্দিনের ছেলে মামুন। চার ভাইবোনের মধ্যে ২য় সন্তান সে। বাড়ী থেকে ৩ কিলোমিটার দুরে অবস্থিত বেলতৈল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শাখার পরীক্ষার্থী ছিল মামুন। নিয়মিত পায়ে হেটে স্কুল করত সে। কোন দিন স্কুল ফাঁকি ছিল না তার। কোন কোচিং বা প্রাইভেট পড়ানোর সাধ্য তার বাবার ছিল না। নিজের চেষ্টা ও স্কুলের শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় তার এই সাফল্য। স্কুলের ছুটিতে সে তার বাবার সাথে দিনমজুরী করে থাকে। তার পরীক্ষার ফলাফল প্রকাশের দিনেও সে তার বাবার সাথে টাঙ্গাইলে ধান কাটার দিনমজুর হিসেবে চলে যায়। সেখান থেকেই সে তার পরীক্ষার ফলাফল জানতে পারে। মামুনের মা একজন মানষিক প্রতিবন্ধী। মামুন জানায়, বড় হয়ে সে একজন ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করতে চায়। কিন্ত দিনমজুরী করে পরিবারকে সহযোগিতা করে সে উচ্চ মাধ্যমিকে ভর্তি ও পড়াশুনা চালিয়ে নিতে পারবে কিনা এ নিয়ে তার মনে চরম শংকা কাজ করছে। কারন বড় ক্লাসে পড়াশুনা করতে তার খরচও বাড়বে। এই বাড়তি খরচ দিনমজুরী করে তার বাবা ও সে যোগান দিতে পারবে কিনা এ নিয়ে সংশয়বোধ করছে সে। তার ইচ্ছা যদি কোন হৃদয়বান ব্যক্তি তার পড়াশুনার ভার বহন করতো তাহলে সে নিশ্চিন্তে তার পড়াশুনা চালিয়ে যেতে পারতো। আরো জানা যায়, মামুন পিএসসি ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল।