আগামী ১০ জুন শুরু হবে একাদশ সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন। ১১ জুন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশ করবেন। আগামী অর্থবছরের (২০২০-২১) এ বাজেট অধিবেশনকালে কক্ষে উপস্থিত থাকবেন সর্বোচ্চ ১০০ এমপি। করোনাকালের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি মাথায় রেখে অধিবেশন কক্ষে একদিনে সর্বোচ্চ ১০০ জনকে রাখার সিদ্ধান্ত হয়েছে।
সম্প্রতি সংসদের হুইপদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে সংসদের কার্যক্রম সংক্ষিপ্ত হলেও বাজেট ৩০ জুনেই পাস হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৪ জুন) হুইপ ইকবালুর রহিম জানান, এক দিনে ৯০ থেকে সর্বোচ্চ ১০০ জন এমপি অধিবেশনে যোগ দেবেন। কে, কোন দিন অংশ নেবেন সেটা হুইপদের পক্ষ থেকে আগেই তাদের মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এবারের অধিবেশনকে ঘিরে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করা হচ্ছে। এসএসএফের চাহিদা অনুযায়ী অনেক কর্মকর্তা-কর্মচারীকে টেস্ট করানো হচ্ছে। তবে এমপিদের করোনা টেস্ট বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক। তারা চাইলে সংসদের মেডিকেল সেন্টারে টেস্ট করতে পারেন।
সংসদ-সংশ্লিষ্টরা জানান, এর আগে তিনজন এমপি করোনায় আক্রান্ত হলেও তা