চূড়ান্ত সর্বনাশ ঠেকাতে যা করতে হবে



করোনা পরিস্থিতি বাংলাদেশকে চূড়ান্ত সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। আজ সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিন এখন গড়ে আড়াই হাজার করে নতুন রোগী শনাক্ত হচ্ছে। এর ফলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এক নতুন সঙ্কটের দিকে এগোচ্ছে। বলা হচ্ছে যে, বাংলাদেশে এখনো করোনায় মৃতের হার কম। কিন্তু এই আশাবাদ ক্ষণস্থায়ী হবে বলে মনে করছেন সংশয়বাদী বিশেষজ্ঞরা। তাঁরা মনে করছেন যে, যদি রোগীর সংখ্যা বাড়ে তাহলে সঙ্কটাপন্ন রোগীর সংখ্যাও বাড়বে এবং চিকিৎসার অভাবে মৃতের হারও বেড়ে যেতে পারে।

ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে, হাসপাতালে যেমন রোগী মারা যাচ্ছে, তেমনি বাড়িতেও রোগী মারা যাচ্ছে। ইতিমধ্যেই চিকিৎসা ব্যবস্থার কিছু সঙ্কট প্রকাশ্য হয়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসা পাওয়া যাচ্ছেনা এবং করোনা বাড়ার সঙ্গে সঙ্গে যে সমস্যাটি প্রকট হয়ে উঠছে তা হলো অন্যান্য জটিল রোগের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আমাদের চূড়ান্ত সর্বনাশ ঘটতে পারে বলে মনে করছেন অনেকেই। আর এই চূড়ান্ত সর্বনাশ ঠেকাতে হলে এখনই কিছু পদক্ষেপ নিতে হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতেই এই প্রতি