করোনায় তরুণরা বেশি আক্রান্ত, মারা যাচ্ছেন বেশি বয়স্করা




দেশে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আট শতাধিক মানুষ। আক্রান্ত এসব ব্যক্তিদের ৫৫ শতাংশই ২১ থেকে ৪০ বছর বয়সসীমার তরুণ ও যুবক। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, কাজের কারণে হোক আর অসচেতনতার কারণেই হোক, এই বয়সী তরুণরা বাইরে বেশি সময় কাটান, এ কারণে তারা বেশি সংক্রমিত হচ্ছেন।






শুক্রবার (৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে তিনি জানান, দেশে আক্রান্তদের ২৮ শতাংশই তরুণ, যাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। প্রায় কাছাকাছি সমান ২৭ শতাংশ আক্রান্ত রয়েছেন ৩১ থেকে ৪০ বছর বয়সসীমার মানুষ।

এই বয়সী মানুষদের আরো বেশি সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে নাসিমা সুলতানা বলেন, ‘এই বয়সের মানুষেরা আসলে কর্মস্থলে বেশি থাকেন। বাইরে বেশি ঘোরাঘুরি করেন; কাজের ক্ষেত্রেই হোক আর যে কারণেই হোক। তরুণ বয়সে অনেকেই সচেতনতা ও সতর্কতার পরামর্শ অনেকেই ঠিকভাবে গ্রহণ করেন না।

এছাড়াও শিশু, যাদের বয়স এক