‘কিরীটি রায়’খ্যাত ঔপন্যাসিক নীহার রঞ্জন গুপ্তের ১০৯তম জন্মবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের অমর কথা শিল্পী গোয়েন্দা চরিত্র ‘কিরীটি রায়’ খ্যাত জনপ্রিয় ঔপন্যাসিক নীহার রঞ্জন গুপ্তের ১০৯তম জন্মবার্ষিকী আজ শনিবার। বাংলা সাহিত্যের অমর এই কথা শিল্পীর বাড়ি নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামে।জনপ্রিয় উপন্যাসিক নীহার রঞ্জন গুপ্ত ১৯১১ সালের ৬ জুন পিতা সত্যরঞ্জন গুপ্তের কর্মস্থল কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সত্যরঞ্জন গুপ্ত ও মায়ের নাম লবঙ্গলতা দেবী।

নীহার রঞ্জন গুপ্ত গোয়েন্দা ও রহস্য কাহিনী লেখক হিসেবে যেমন জনপ্রিয়, তেমনি চিকিৎসক হিসেবেও স্বনামধন্য। বিখ্যাত গোয়েন্দা চরিত্র ‘কিরীটি রায়’ এর স্রষ্টা হিসেবে উপমহাদেশে স্মরণীয় হয়ে আছেন তিনি। চিকিৎসক হিসেবে অতি কর্মচঞ্চল জীবন-যাপনের মধ্যেও নীহার রঞ্জন রেখে গেছেন অসংখ্য সাহিত্যধর্মী সৃষ্টি যা আপন সত্তার ভাস্কর। নীহার রঞ্জন গুপ্ত ১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সরকারি ভাবে ঔপন্যাসিক নীহার রঞ্জন গুপ্তের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের দাবি এলাকাবাসীর।

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীর তীরে ইতনা গ্রাম তাঁর পৈত্রিক নিবাস। তার পিতার নাম সত্যরঞ্জন গুপ্ত। লোহাগড়া শহর থেকে নবগঙ্গা আ