২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ

চলতি মাসের ২১ জুন দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ বা রিং অব ফায়ার। মহাকাশ ও জ্যোতির্বিদ্যাবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকম জানিয়েছে, সূর্যগ্রহণটি আগামী ২১ জুন আফ্রিকা ও এশিয়ায় দেখা যাবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিং অব ফায়ার আংশিকভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে।শুক্রবার (৫ জুন) আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ২১ জুন বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। ওই দিন সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরের আকাশে সূর্যগ্রহণ শুরু হবে।  কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ১০ টা ৪৮ মিনিট ৩০ সেকেন্ডে  কঙ্গোর বোমা শহরের আকাশে। সর্বোচ্চ গ্রহণ ঘটবে ভারতের যোশীমঠ শহরে ১২টা ৪০ মিনিট ৬ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণের সময় এর সর্বোচ্চ মাত্রা .৯৯৩৬ থাকবে।  কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে দুপুর ২টা ৩১ মিনিট ৪২ সেকেন্ডে ফিলিপাইনের সামার শহরে। সূর্যগ্রহণ শেষ হবে বিকেল ৩টা ৩৪ মিনিটে ফিলিপাইনের ‍মিন্দানাও শহরের আকাশে।

‘রিং অব ফায়ারের’ বিষয়ে নাসার ওয়েবসাইটেও এ ধরনের তথ্য দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ড. আব্দুল মান্নান জানান, আকাশ পরিষ্কার থাকলে ওই দিন (২১ জুন) বাংলাদেশ থেকেও আংশিক সূর্য